আতঙ্ক

index আতঙ্ক

কি অদ্ভুত ভালবাসার চেয়ে আতঙ্ক
কি হতে পারে, আমার জানা নেই!
মাথা গলা থাকলে ঝগড়া ঝাঁটি করবেই;
তাই বলে সব ধামবে, তা হয় না আর।
এক বার গোলাপের দিকে চেয়ে দেখো
ভালবাসার রঙ কি লাল? ঝরে গেলো
কি রক্তাক্ত- কি আতঙ্ক- দেহ মনের ভাগ;
মাটির দিকে তাকাও আরেক বার- উচ্চ
ভিটায় ঘাসফড়িঙর কি নাচ-তাহলে বলো-
ভালবাসা কেনো আতঙ্ক হবে না- বিশ্বের
সব ফুলের মাঝে লুকে আছে ভালবাসার ছুঁয়া
যত রস, উদ্দাম প্রকাশ করার নামি আতঙ্ক।

১৮ ফাল্গুন ১৪২৮ ০৩ মার্চ ২২

পাঠের লিং-https://youtu.be/EQ_DXPA7OiM

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “আতঙ্ক

  1. ভালবাসায় কেনো আতঙ্ক হবে না- তারপরও বিশ্বের
    সব ফুলের মাঝে লুকিয়ে আছে ভালবাসার ছোঁয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি কবি মুরুব্বী দা ভাল ও সুস্থ থাকবেন——

  2. অল্প লেখাতেই অনেক কথার নির্যাস পরিস্ফুটিত হয়েছে।

  3. অতুলণীয় অনুভবের বিচ্ছুরণ কবি দা!

    আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি কবি লিটন দা ধন্যবাদ

      ভাল ও সুস্থ থাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।