তিরতির করে কাঁপে জননীর সুখ,
তবু যায় বারে বারে ধীরতার দোরে।
ভাবে বুঝি এই হয় লেখনী বিমুখ!
তিরতির করে কাঁপে জননীর সুখ।
’আমার খোকারে প্রভু দিও না গো দুখ’
আরজি যাবে সে বলে অন্তিমে গড়ে,
তিরতির করে কাঁপে জননীর সুখ,
তবু যায় বারে বারে ধীরতার দোরে।
4 thoughts on “অন্তিম আরজি (ট্রায়োলেট)”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মানসম্মত লিখা। শুভ সকাল প্রিয় কবি।
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
চমৎকার কবি দা
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল আন্তরিক কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।