অন্তিম আরজি (ট্রায়োলেট)

images_119

তিরতির করে কাঁপে জননীর সুখ,
তবু যায় বারে বারে ধীরতার দোরে।
ভাবে বুঝি এই হয় লেখনী বিমুখ!
তিরতির করে কাঁপে জননীর সুখ।
’আমার খোকারে প্রভু দিও না গো দুখ’
আরজি যাবে সে বলে অন্তিমে গড়ে,
তিরতির করে কাঁপে জননীর সুখ,
তবু যায় বারে বারে ধীরতার দোরে।

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “অন্তিম আরজি (ট্রায়োলেট)

    1. কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল আন্তরিক কবি দা!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।