প্রশ্নের মেঘ

05_cunim_city

এক একটা প্রশ্ন যখন
গোচি মাছের মতো বাহির
হতে লাগলো- উত্তরগুলো
তখন ইলিশের মতো, না
লাগলো স্বাদ- না দিলো আশ;

কেনো জানি লজ্জাবতীর
দেহে কালবৈশাখীর মেঘ!
কিছুতেই আর থামলো না
অথৈ শ্রাবণের জল, ভাসতে-
ভাসতে বালুচর আর মাথায়
কচ্চ্ছপের মতো ধরেছে টাক;

এতটুকু উত্তর আর খুঁজি না-
টেংরা পুঁটি শিং মাছের বিল,
মেরে গেছে-রঙধনু রঙের খোঁজ
খবর কেউ রাখে না প্রশ্নের মেঘ।

২৯ ফাল্গুন ১৪২৮ ১৪ মার্চ ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “প্রশ্নের মেঘ

  1. কেনো জানি লজ্জাবতীর
    দেহে কালবৈশাখীর মেঘ! ____ সুন্দর এক অনুভূতির প্রকাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জি কবি মুরুব্বী দা
      পাঠে সুন্দর কমেন্ট করার জন্য প্রেরণা পেলাম
      ভাল ও সুস্থ থাকবেন——–

    1. জি কবি মহী দা
      পাঠে সুন্দর কমেন্ট করার জন্য প্রেরণা পেলাম
      ভাল ও সুস্থ থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।