সম্পর্কের ভিত (সনেট)

3

চন্দন কাষ্ঠের তৈরী কেদারায় দুলে
বর্ণিল স্বপনে তুমি চাঁদে গড়ো কুঠি,
সখ্যেও মৃদুলা ঝড় কভু এসে ছুঁলে
রক্ষার্থে কুঁড়ের মান আমি ধরি খুঁটি।

ছন্দিত আবেশ পেতে কামনার দোরে
রূপালী ঘুঙ্গুরে তুমি যেচে ঢালো সুরা,
বাঞ্ছার কর্কশ ঘাতে অদিনের ঘোরে
ন্যাড়া পাতে আমি খুঁজি খইলশ্যার মুড়া।

যতোই নামুক বৃষ্টি নিয়ে মিঠা পানি
জানি সমূদ্রের জল তবু রবে লোনা,
টানলেও দস্তা খোশে বিশ্বাসের ঘানি
হবে না কস্মিনকালে বরণে সে সোনা।

তবুও সম্পর্ক হবে খাঁটি অবশেষে,
তুমি আমি মাটি হবো যবে মিলেমিশে।

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “সম্পর্কের ভিত (সনেট)

  1. আপনার লিখা বরাবরই যথেষ্ঠ স্বতন্ত্র ঘরানার হয়ে থাকে। পড়তে ভালো লাগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অশেষ কৃতজ্ঞতা রইল সম্মানীয়!

      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. গভীরভাবে কৃতজ্ঞ!

      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।