কৃষ্ণচূড়ার বাসনা

ghjjj

শখের মাথায় রূপালি কবিতার বসবাস
কষ্ট নোনা কবির ভাবনায় সোনালি সুখ;
অথচ দুচোখ জুড়ে মৃতু শোকের মাতম
তারপরও কবিতার শুধু রঙিন রঙধনু চায
এভাবেই জীবনের ঘাত প্রতিঘাত জলবায়ু

পরিবর্তন আনে প্রেমের যত সব খেলা সর
তবু কবির বুকে একটা নদীর ঢেউ বয়ে যায়
কবিতা সে ঢেউয়ে খেলে চাঁন্দ তারার বাসর;

ঘাস ফড়িঙ’র কথা ভুলে যাই- এখন সময়ের
ভীষণ বর্বরতা অতঃপর ঘরের মাচাঙ্গে ভরে
তুলি-কবির যত সব অপাকা কৃষ্ণচূড়া বাসনা।

২৯চৈত্র ১৪২৮, ১২এপ্রিল ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “কৃষ্ণচূড়ার বাসনা

  1. এখন সময়ের ভীষণ বর্বরতা অতঃপর ঘরের মাচাঙ্গে ভরে
    তুলি-কবির যত সব অপাকা কৃষ্ণচূড়া বাসনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি মুরুব্বী দা কৃষ্ণচূড়ার শুভেচ্ছা রইল 

      ভাল ও সুস্থ থাকবেন——–

  2. কৃষ্ণচূড়া নিয়ে কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম, দাদা। শুভকামনা থাকলো। 

    1. জি কবি নিতাই দা

      কৃষ্ণচূড়ার শুভেচ্ছা রইল ভাল ও সুস্থ থাকবেন

  3. ’তবু কবির বুকে বয়ে যায় একটা নদী’

    অতুলণীয় অনুভবের বিচ্ছুরণ কবি দা।

    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জি কবি লিটন দা

      কৃষ্ণচূড়ার শুভেচ্ছা রইল ভাল ও সুস্থ থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।