ঈদ দেখে আসলাম! কিন্তু
ঈদের গায়ে ছুঁইতে পারলাম না-
আফসোস গলা খানিক হাঁটু পর্যন্ত;
অথচ তীব্র বৃষ্টিতে ভিজলাম-
কিন্তু মন চক্ষু এতখানি ভিজল না
ঈদের মতো রাস্তা, ঘাট আর চলে না!
শুধু আনন্দময় অম্লান করল-
রক্তাক্ত কিছু উঠন দেখে- দেখে-
তবু ঈদ -ঈদ- ঈদ মোবারক!
দেহ মন ভরে যাক শুভবুদ্ধির কামনায়।
২৫বৈশাখ ১৪২৯, ৮ মে ২২
অসাধারণ উপস্থাপন প্রিয় কবি
জি কবি মহী দা
অশেষ ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন———
তবু ঈদ -ঈদ- ঈদ মোবারক!
দেহ মন ভরে যাক শুভবুদ্ধির কামনায়।
জি কবি মুরুব্বী দা ঈদ মোবারক নিশ্চিয় ভাল আছেন
অশেষ ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন———
দারুণ লিখেছেন কবি দাদা। শুভকামনা থাকলো।
জি কবি নিতাই দা
অশেষ ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন———