দুর্বাঘাসের ইতিহাস

Cyna

পৈতৃক নিবাস এর কথায় চিন্তা করে
কিছু নবী রাসুলের কাজ করাই ভাল!
কারণ পৈতৃকেরা এই কাজই করেছেন;
বিশ্বাস অবিশ্বাসের কিছু যায় আসে না
মৃত্যুই পৈতৃক সম্পত্তির মধ্যে চিরসত্য

ইতোমধ্যে নানা নানী, দাদা দাদী প্রয়াত
প্রমাণ দিয়েছেন কাল পরশু হয় তো তুমি
আমি কিংবা পাশে বসে দেখছেন যারা
সবই পৈতৃক নিবাসের ঠিকানায় মাটি হবে
শুধু দূর্বাঘাসের ইতিহাস চেয়ে চেয়ে থাকবে।

১৫জৈষ্ঠ ১৪২৯, ২৯ মে ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “দুর্বাঘাসের ইতিহাস

  1. সবই পৈতৃক নিবাসের ঠিকানায় মাটি হবে
    শুধু দূর্বাঘাসের ইতিহাস চেয়ে চেয়ে থাকবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি মুরুব্বী দা
      পাঠ করার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও ‍সুস্থ থাকবেন———–

  2. অপূর্ব সুন্দর প্রকাশ। মুগ্ধতা অপার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।