পৈতৃক নিবাস এর কথায় চিন্তা করে
কিছু নবী রাসুলের কাজ করাই ভাল!
কারণ পৈতৃকেরা এই কাজই করেছেন;
বিশ্বাস অবিশ্বাসের কিছু যায় আসে না
মৃত্যুই পৈতৃক সম্পত্তির মধ্যে চিরসত্য
ইতোমধ্যে নানা নানী, দাদা দাদী প্রয়াত
প্রমাণ দিয়েছেন কাল পরশু হয় তো তুমি
আমি কিংবা পাশে বসে দেখছেন যারা
সবই পৈতৃক নিবাসের ঠিকানায় মাটি হবে
শুধু দূর্বাঘাসের ইতিহাস চেয়ে চেয়ে থাকবে।
১৫জৈষ্ঠ ১৪২৯, ২৯ মে ২২
সবই পৈতৃক নিবাসের ঠিকানায় মাটি হবে
শুধু দূর্বাঘাসের ইতিহাস চেয়ে চেয়ে থাকবে।
জি মুরুব্বী দা
পাঠ করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
অপূর্ব সুন্দর প্রকাশ। মুগ্ধতা অপার।