পাঁচ বালতি জমি আমার
পরের বাড়ি থাকি,
জমিতে করেছি ফুলের চাষ
ধান থাকলো বাকি।
আস্তেধীরে চাষ করবো সব
আলু পটল বেগুন,
এসবের নাকি ফলন ভালো
দামেও চড়া দ্বিগুণ।
পাঁচ বালতি জমিতে আমার
তুলসী দেখায় শোভা,
তুলসী লাগে দেব পূজায়
ফুলও লাগে জবা।
একটা গাছে ফুটেছে রক্তজবা
আর একটায় কামিনী,
তা দেখে বাড়ির সবাই খুশি
খুশি মোর অর্ধাঙ্গিনী।
.
ছবি নিজের মোবাইলে তোলা।
একটা গাছে ফুটেছে রক্তজবা
আর একটায় কামিনী,
তা দেখে বাড়ির সবাই খুশি
খুশি মোর অর্ধাঙ্গিনী।
মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
না সত্য কথা বলেছেন কবি দা ভাল ও সুস্থ থাকবেন
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা।
বাহ্ চমৎকার সুন্দর লেখনী
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।