অথচ তুমি প্রতিদিন নির্মোহ চলে যাও
তোমার শূন্যতার অসীম অন্ধকার
আলিঙ্গন করে পিপাসায় ভেসে যাই
বৃষ্টির মতো চোখের জলের নোনা স্রোতে।
আগুনে ধাবমান পতঙ্গের মতো
সাঁকোহীন এক দীর্ঘ নদী,
পার হবার ব্যকুল বাসনায়
বার বার ছুটে যাই।
তোমার প্রতিক্ষায় শতবর্ষী
বৃক্ষের মতো আজও
সেই পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে
যেখানে ভালোবাসা প্রজাপতির মতো।
ধুলো আর রিক্তদহনে মাখা
আমার আঁধার পৃথিবী
অপূর্ণতায় ঢাকা থাকে
ইন্দ্রিয়ে ঢেউ তুলে মিলায় সব আকুলতা।
প্রতিক্ষায় শতবর্ষী
বৃক্ষের মতো আজও
সেই পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে
যেখানে ভালোবাসা প্রজাপতির মতো।
দারুণ ভাবের প্রকাশ, হৃদয় ছুঁয়ে গেলো
অসাধারণ উপস্থাপনে।
অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়।
শুভ সকাল কবি।