আষাঢ়ের গল্প হয়ে যাচ্ছে-
অনেক কিছু অথচ শ্রাবণ
সুধায় অনেক খানি কারণ
সোনালি ক্ষণ যত সব ঋণ;
শুঁকে গেছে মরুময় যত ক্ষত
তবু আষাঢ় ফিরে কিন্তু প্রাণ
আকাশে বাদল, মাটিতে কাদা
এই কি তোমার ছলনা রূপ;
ফাল্গুন দেখো স্বার্থের পূজারী
আগুন নিভাও না কালবৈশাখী।
০১ শ্রাবণ ১৪২৯, ১৬জুলাই’২২
সুন্দর একটি প্রচ্ছদের সাথে সহজ সরল লিখা; বরাবরই মুগ্ধতা এনে দেয়।
জি মুরুব্বী দা
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাল থাকবেন——–
অসাধারণ উপস্থাপনা
অশেষ ধন্যবাদ জানাই মহী দা