ছলনার রূপ

sadia

আষাঢ়ের গল্প হয়ে যাচ্ছে-
অনেক কিছু অথচ শ্রাবণ
সুধায় অনেক খানি কারণ
সোনালি ক্ষণ যত সব ঋণ;
শুঁকে গেছে মরুময় যত ক্ষত

তবু আষাঢ় ফিরে কিন্তু প্রাণ
আকাশে বাদল, মাটিতে কাদা
এই কি তোমার ছলনা রূপ;
ফাল্গুন দেখো স্বার্থের পূজারী
আগুন নিভাও না কালবৈশাখী।

০১ শ্রাবণ ১৪২৯, ১৬জুলাই’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ছলনার রূপ

  1. সুন্দর একটি প্রচ্ছদের সাথে সহজ সরল লিখা; বরাবরই মুগ্ধতা এনে দেয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জি মুরুব্বী দা

      সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ

      ভাল থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।