শেষ বেলা

images শেষ বেলা-২

হাসির দাঁতে- চাঁদ ঢেকেছে ঠোঁট;
মাটির পরশ আর কতখানি দোসর
সবই মাথার মুকুট ঝলসে উঠে-
নদীর পার কিংবা নদের বালুচর
হাসির কান্না এক অদ্ভুত গোধূলি বেলা
সন্ধ্যা যেনো আনন্দ মুখর ভোরের প্রত্যাশা
অথচ চোখ নুনের খনি সম্পদ;
নীরবে দীর্ঘশ্বাস গোপনে হেঁটে চলা-
কতদূর প্রণয়ের দোসর, সোনালি দেহের
খেলা, সংসার শ্রাবণ প্রাসঙ্গিক শেষ বেলা।

১৭ শ্রাবণ ১৪২৯, ০১ আগস্ট ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “শেষ বেলা

  1. চোখ নুনের খনি সম্পদ;
    নীরবে দীর্ঘশ্বাস গোপনে হেঁটে চলা-
    কতদূর প্রণয়ের দোসর, সোনালি দেহের
    খেলা, সংসার শ্রাবণ প্রাসঙ্গিক শেষ বেলা।
    ___ অসামান্য উপমায় লিখাটি অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অশেষ ধন্যবাদ মুরুব্বী দা

      ভাল ও সুস্থ থাকবেন——–

  2. সুন্দর ভাবনার অনন্য এক ভিন্নরকম স্বাদ।

    1. জি মহী দা অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।