ভুলে যাই সবই

ভুলে যাই সবই –
মাথার ভিতরে ঝিকিমিকি জোনাকি,
তোমারে ফিরে পাবো নাকি
বলিতে পারেনা বিস্তীর্ণ বিস্মরণ।

বেদনায় চৌচির সবই –
দরজার ওপাশে হাসে মৃত্যদূত,
এপাশে হৃদয়ে থামে রক্তস্রোত;
হায়রে জীবন, পরাজিত জীবন।

2 thoughts on “ভুলে যাই সবই

  1. সহজ এবং সরল কবিতা আমার ভীষণ পছন্দের। লিখাটি ভালো লিখেছেন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।