গন্ধ ছড়ুক

908

মেজ ছেলে তুরজাউল সরকার আকুক
তুমি কি জানো এই দিনে উয়া- উয়া শব্দ
আওয়াজ,পৃথিবীকে আলোকিত করেছে?
গ্রাম বাংলার ধূলি বালি, শহরে অট্টালিকার ইট
পাথরে ঘসে- ঘসে আটটি বছরে পা দিলে !
জন্মদিন উপলক্ষ্যে নতুন কাপড় জুতা কিনলে।
অথচ গত বছরের কথা ভুলে গেলে শুধু
চোখে মুখে দুরন্তপনা, চঞ্চল রাতে কি স্বপ্ন দেখো?
বড় হচ্ছো বেশ, তোমার জন্মদিনে অনেক কিছু
প্রত্যাশার ফুল জমা হচ্ছে- অনেক বড় হবে! অপেক্ষা শুধু
সময়; হাজার জন্মদিন এভাবে ভাল কাজে গন্ধ ছড়ুক!
দোয়ার সাথে শুভ জন্মদিন তুরজাউল সরকার আকুক।

১৪ আশ্বিন ১৪২৯, ২৯ সেপ্টেম্বর ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “গন্ধ ছড়ুক

    1. জি কবি মহী দা
      অনেক ফুলের শুভেচ্ছা নিবেন
      ভাল ও সুস্থ থাকবেন————

  1. অপেক্ষা শুধু …
    সময়; হাজার জন্মদিন এভাবে ভাল কাজে গন্ধ ছড়ুক!
    দোয়ার সাথে শুভ জন্মদিন তুরজাউল সরকার আকুকhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি কবি মুরুব্বী দা
      অনেক ফুলের শুভেচ্ছা নিবেন
      ভাল ও সুস্থ থাকবেন————

মন্তব্য প্রধান বন্ধ আছে।