লাল পানির সরোবর

d132

কয়েক জন প্রেম সন্ন্যাসী
গলা ভরে লাল পানি গিলে গিলে
হৈ হুল্লর আনন্দ করে- করে
ঢেউ তুলে যায় বিসর্জন দেহ!

কি এমন মায়ায় স্রোতে ডুবে মরল!
ভাবে না কয়েক জনের ভবিষ্যৎ-
তবু লাল পানির তাতে কি আসে গেলো
ধর্ম কর্মের চিহ্ন মাটিতেই মিশে থাকল-

নিঃশ্বাসে বড় ধন, বাতাসে বয়ে যায়
মাতাল উৎসবমুখর কোন ধর্মের কর্ম নয়
চাঁদ তারার মতো আকাশে শুধু অভিনয়!
এভাবেই ঘটে যায় লাল পানির সরোবর।

২৫ আশ্বিন ১৪২৯, ১০ অক্টোবর ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “লাল পানির সরোবর

  1. লাল পানির তাতে কি আসে গেলো
    ধর্ম কর্মের চিহ্ন মাটিতেই মিশে থাকল-
    মাতাল উৎসবমুখর কোন ধর্মের কর্ম নয়
    চাঁদ তারার মতো আকাশে শুধু অভিনয়! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি মুরুব্বী দা পাঠে লাল গোলাপের শুভেচ্ছা নিবেন

      ভাল ও সুস্থ থাকবেন———-

  2. অনবদ্য অনুভূতি প্রকাশ আপনার সারগর্ভ কবিতায়,মনোমুগ্ধকর উপস্থাপন

    1. পাঠে  লাল গোলাপের শুভেচ্ছা নিবেন

      প্রিয় কবি মহী দা

      ভাল থাকবেন———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।