আত্মানুভব (২)
আকাশের কোন পাখিকে ধরে এনে
তাকে যদি দামী সুস্বাদু খাবার দিয়ে
সোনার খাঁচায় রেখে লালন পালন করা হয়
তবু সে সুখী হয়না, হতে পারেনা;
তেমনি আমারা মানুষের বেলায়ও,
মানুষ চৈতন্যভরা মহা জীবাত্মা,
স্রষ্টা সমর্পণ ও একাত্মতা প্রকাশেই যার
আসল সাফল্য ও পরমানন্দের সন্ধান মেলে!
অন্যথা সে যতোই সম্পদশালী হোন
ধনবান হোন
প্রকৃত পক্ষে সে ভিখারির চেয়েও অধীক অভাবগ্রস্থ ও অস্থির চিত্ত!
যা শুধু স্রষ্টায় সমর্পিত মানুষই অনুধাবন করতে সক্ষম।
দাউদুল ইসলাম
৯/১০/২২
মানুষ চৈতন্যভরা মহা জীবাত্মা
যতোই সম্পদশালী হোন
ধনবান হোন
প্রকৃত পক্ষে সে ভিখারির চেয়েও অধীক অভাবগ্রস্থ ও অস্থির চিত্ত!