অদেখা ভালোবাসা

313

দিগন্ত ছুঁয়ে যে নিবিড় চোখ
সবুজ অরণ্য দেখে
সেই নিবিড় চোখে আমি তোমায় দেখি
আমার অদেখা প্রিয় ভালোবাসা।

1 thought on “অদেখা ভালোবাসা

  1. সেই নিবিড় চোখে আমি তোমায় দেখি
    আমার অদেখা প্রিয় ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।