মধ্যরাত শ্যাম শালিকের চোখে
সময় বুঝি গড়ে- গড়ে যাচ্ছে-
ভয়ঙ্কর দেহ বুক ধর- ধর, বুকে;
নিশ্চিত গায়ের জোড়ে ইট ভাটা
জ্বালান যায় অথচ মনের গা দিয়ে
নিভান যায় না,আরও জ্বলতে হয়;
চোখের সাথে মনটা রাখ খোলাখুলি-
দেয়াল বেয়ে উঠে যাবে না তো শ্যাম
শালিকের ফাঁকি-গন্ধ নাকে শুধুই মাটি
আকাশ শূন্যে চলো দেহ হাঁটি- হাঁটি।
২১ কার্তিক ১৪২৯, ০৬ নভেম্বর ’২২
অসাধারণ শব্দের গাঁথুনি
পাঠে লাল ফুলের শুভেচ্ছা রইল
কবি মহী দা !
ভাল ও সুস্থ থাকবেন–
শ্যাম শালিকের ফাঁকি-গন্ধ নাকে শুধুই মাটি
আকাশ শূন্যে চলো দেহ হাঁটি- হাঁটি।
___ যাপিত অনুভবের অসামান্য প্রকাশ। শুভেচ্ছা প্রিয় বাউল কবি।
জি পাঠে হাজারও ফুলের শুভেচ্ছা নিবেন
ভাল ও সুস্থ থাকবেন মুরুব্বী দা