প্রণয়ের আঁধার

index আধার

যা রে অন্তর বসে দিলাম!
কইতর পাখি বাসার মতো
অন্তর খসে জ্বলা দিল,অন্তর্যামী
আমি কি করে যে বাঁচছি-
বাঁচার স্বাদ এখন প্রণয়ের অনল;
ইটভাটা বুকের গভীরে সচল।

বিকাল ছিল, রঙে রঙে রঙধনু আকাশ
সবুজ ঘিরা মাঠ আর মাঠ- ধূলি
বালি খেলার প্রাণ চঞ্চল উঠান;
সবই আজ সাদা মেঘে শঙ্খচিলের
উড়া বাতাস- তবু মাটির মৃন্ময় গন্ধে রাত
কাটে না আর- প্রণয় সাজে আঁধার!

০৫ অগ্রহায়ণ ১৪২৯, ২০ নভেম্বর ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “প্রণয়ের আঁধার

    1. জি কবি মহী দা
      পাঠে লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
      ভাল ও সুস্থ থাকবেন——-

  1. ভালো লিখেছেন প্রিয় বাউল কবি আলমগীর সরকার লিটন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি মুরুব্বী দা

      পাঠে লাল গোলাপের শুভেচ্ছা নিবেন

      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।