আর কতবার অবাধ্য হলে
অসুখের মুখে সুস্থ হবে;
প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন
এভাবেই চলছে অবাধ্যতা!
আকাশের বৃষ্টি দেখে বুঝাই
মাটির কাদা দেখো চৈত্রের
খরা হয়ে ফেঁটে ফেঁটে যাচ্ছে-
পাতা দেখো নিয়মে ঝরছে;
তবু তারা অবাধ্য নয় শুধু শুধু
তোমার জ্ঞানটাই যত অবাধ্য।
২৬ অগ্রহায়ণ ১৪২৯, ১১ ডিসেম্বর’২২
তারা অবাধ্য নয় শুধু শুধু …
তোমার জ্ঞানটাই যত অবাধ্য।
জি মুরুব্বী দা পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন–
অতুলনীয় ভাবনার উপস্থাপন।
শুভেচ্ছা অফুরন্ত।অতুলনীয় ভাবনার উপস্থাপন।
শুভেচ্ছা অফুরন্ত।
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা রইল
কবি মহী দা !
ভাল ও সুস্থ থাকবেন–
তোমার জ্ঞানটাই যত অবাধ্য।
শুভ কামনা অজস্র।