ভোজ

ভোজ

মনের কথা, মনে না হলে
কিসের সব কথনিকা-
মানলে বুঝি তাল গাছ
-না মানলে ঢেঁকি পার
এক কথায়- লোজ;
সত্য কথার গন্ধ অনেক
সুবাস বয় না যতসব
নর্দমার চিন্তা ফল; বুঝলে
জ্ঞান- না বুঝলে চেংক
নদী চায় নদীর মতো ভোজ।

১৬ মাঘ ১৪২৯, ৩০ জানুয়ারি’২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ভোজ

    1. অনেক শুভ কামনা জানাই

      কবি মুরুব্বী দা!

      ভাল ও সুস্থ থাকবেন—–

    1. অনেক শুভ কামনা জানাই

      কবি মহী দা!

      ভাল ও সুস্থ থাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।