ভাবতে পারি না

images ধূলি

ভাবতেই পারি না
তুমি নেই- না ফেরার দেশে
কি অভিমান করে
চলে গেলে- চলে গেলে,
সারা আঙ্গিনা জুড়ে
খুঁজে ফেরি- মা গো- মা;

তোমার রান্না ঘর-
ধান শুকনো উঠান,
পায়ের চটি- থাল গ্লাস
সবই দাগ লেগে আছে!
স্মৃতির ভেলা যাই ভেসে;

দুচোখে বর্ষার ভেজা
খই ফুটানো নোনা জল;
এভাবে ক্যান্সারের কাছে
পরাজয় হবে, মা গো- মা
আমরণ কষ্ট- সহ্য করা দায়-
ভাবতেই পারি না।

.
২৬ শ্রাবণ ১৪২৯, ১০ আগস্ট ২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “ভাবতে পারি না

    1. জি কবি মহী দা !
      পাঠে ফুলেল শুভেচ্ছা রইল
      ভাল ও সুস্থ থাকবেন—-

  1. ভালো লাগলো, দাদা। অনবদ্য লেখা। শুভকামনা সবসময়। 

    1. জি কবি নিতাই দা !
      পাঠে ফুলেল শুভেচ্ছা রইল
      ভাল ও সুস্থ থাকবেন—-

    1. জি কবি মুরুব্বী দা !
      পাঠে ফুলেল শুভেচ্ছা রইল
      ভাল ও সুস্থ থাকবেন—-

মন্তব্য প্রধান বন্ধ আছে।