তোমার তুমি

যখন শীত ছিল তখন তুমি আমাকে গ্রীষ্মের গল্প শুনিয়েছিলে!
যখন গ্রীষ্ম ছিল তখন তুমি আমাকে আষাঢ়ে গল্প শুনিয়েছিলে!
এখন আষাঢ় এসেছে, তুমি আমাকে বৃষ্টির গল্প শোনালে!
তুমি শ্রাবণের, তুমি আষাঢ়ের!
আষাঢ়ের তুমিই তোমার,
তোমার তুমিই; তুমিই তোমার
শ্রাবণের তুমিই তুমি!
আষাঢ়েরই তুমিই তুমি!
এখনকার তুমিই তুমি!

1 thought on “তোমার তুমি

  1. “তুমি শ্রাবণের, তুমি আষাঢ়ের!
    আষাঢ়ের তুমিই তোমার,
    তোমার তুমিই; তুমিই তোমার।” ___ যথেষ্ঠ আকর্ষনীয় লিখা। থ্যাঙ্কস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।