অনুভূতির পুষ্প

শর্তহীন ভালবাসার শর্তে তোমার ভবিষ্যতের,
হাতে আমার সমস্ত অতীত তুলে দিলাম।

আমার অতীত তোমার হাতের পরাগদন্ড,
তোমার হৃদয়ের উভয় অলিন্দ তার পরাগধানী।

আমার বর্তমান তোমার হাতের পুষ্পাক্ষ,
তোমার হৃদয়ের মহাধমনীগুলো তাতে পুষ্পবৃন্ত।

আমার প্রতিটি ভবিষ্যত একটি একটি পাপড়ি;
আর তোমার হৃদয়ের শিরা এক একটি পুষ্পবৃক্ষ।

আমার সমস্ত সময় একটি পুংকেশর
তোমার হৃদয়ের সমস্ত শরীর সেই পুংকেশরের বৃক্ষরাজী।

আমার সমস্ত অনুভূতি আজ সময়ের হাতে ,
তোমার প্রণয়ের পুষ্পকাননে সে এক অঙ্কিত অংক।

6 thoughts on “অনুভূতির পুষ্প

  1. টাফ্ রোম্যান্টিক। অভিনন্দন মি. আলমগীর কবির। স্বাগতম। :)
    ঠিকই বলেছেন … আমাদের সমস্ত অনুভূতি আজ সময়ের হাতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. চমৎকার কাব্যময় কবি 

    অনেক শুভ কামনা জানাই https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।