জানো কি তোমাকে এখন আর পড়তে পারি না। অথচ তোমাকে পড়তে পড়তে কাটাতে চেয়েছিলাম আরো কয়েক জনম। আরাধনা বলো আর যাই বলো, প্রতিটি চরণ থেকে খুঁজে নিতে চেয়েছিলাম মাধুর্য।
তোমাতেই সন্ধ্যাভরে গন্ধ খুঁজেছি। শেষ না হওয়া কবিতায় তোমাকে গুঁজে রেখে পেরিয়ে যেতাম পাতাদের সম্রাজ্য। অন্ধকারের কোলে রাতেরা আশ্রয় নিলে, তোমাকে পড়তে পড়তেই কেটে যেতো হিমঘুম। চরণ জুড়ে লেপ্টে থাকতো মাতাল ঘ্রাণ। সেই ঘ্রাণসমুদ্রে ডুবে মরেছি কতো সহস্রবার! অথচ সেই তোমাকেই আজ আর পড়তে পারি না।
আচ্ছা এখনো কি কাঁদো? কাঁদলে কেমন হও? লাল না নীল; নাকি বারুদের রঙয়ের মতো দেখায়? কষ্ট পাও? কষ্ট পেলে এখনো কি তোমার চোখের রঙ বদলায়? কোঁচকানো কপালে কি রংধনুর দেখা মেলে? খুব দেখতে ইচ্ছে করে।
জানো তোমাকে এখন আর পড়তে পারি না ঠিকিই। কিন্তু তোমাকে পড়তে পারার সময়টুকুতে তোমাকে লিখতে না পারার যে হলুদ যন্ত্রণা আমাকে আষ্টে-পৃষ্ঠে বেঁধে রাখতো তারা আমাকে মুক্তি দিয়েছে। আমি এখন অনায়াসে তোমাকে লিখতে পারি। আরাধনা থেকে জন্ম নেয়া মনোবাসনায় গুঁজে দিতে পারি অজস্র শব্দ।
কিছুতো অবশিষ্ট আছে
থাকেও! ধন্যবাদ প্রিয়।
আপনার লিখার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সংক্ষিপ্তে অসাধারণ লিখেন।

স্বাগতম মি. আমিন মোহাম্মদ।
কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় মুরুব্বী। সতত সুন্দর থাকুন।
“সারাদিন কেটে যায় তুমি তুমি করে…”
অনাবিল আনন্দ।
ধন্যবাদ প্রিয় কবি
আচ্ছা এখনো কি কাঁদো? কাঁদলে কেমন হও? লাল না নীল; নাকি বারুদের রঙয়ের মতো দেখায়? কষ্ট পাও? কষ্ট পেলে এখনো কি তোমার চোখের রঙ বদলায়? কোঁচকানো কপালে কি রংধনুর দেখা মেলে? খুব দেখতে ইচ্ছে করে
ভালো লাগলো প্রিয় প্রহেলিকা।
ভালো থেকো সবসময়।
ধন্যবাদ ভাই আপনাকে। ভাল থাকুন সবসময়
আসক্তি কি প্রিয় অসুখ খুঁজে নিই অতৃপ্ত সুখ!
শুভেচ্ছা এবং ভালবাসা জানবেন।
ধন্যবাদ মামুন ভাই