মা

মায়ের আদর

স্বার্থ ছাড়া বন্ধু -বান্ধবী কাছে আসে না
বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালবাসে না।
স্বার্থ ছাড়া ভালবাসে শুধু আমার “মা”
কাঁদা আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে
লক্ষ টাকা মজুরী নেয় মূর্তির কারিগরে,
মা আমার এই সুন্দর দেহ গড়ে দিয়েও মূল্য চাইল না –
স্বার্থ ছাড়া ভালবাসে শুধু আমার “মা”।(নকুল কুমার বিশ্বাস)

পৃথিবীর সবচেয়ে সুমধুর ডাক ‘মা’। আনন্দ, বেদনা আর কল্পরাজ্যের যতসব অনুভূতির আলোড়ন— সবই মাকে ঘিরে। ‘মা’ শব্দটি নিজেই একটি অসমাপ্ত গল্প, শ্রেষ্ঠ কবিতা, সময়ের সেরা উপন্যাস…মানব ইতিহাসের শুরু থেকেই ‘মা’ একটি গুরুত্বপূর্ণ শব্দ হিসেবে বিবেচিত। মা, মাদার, মম, মাম, আম্মা— যাই বলি না কেন, একজন সন্তানের কাছে তার মায়ের চেয়ে অধিক প্রিয় কোনও কিছুই এই পৃথিবীতে নেই। মাকে নিয়ে কামিনী রায়ের—

‘‘জড়ায়ে মায়ের গলা,
শিশু কহে হাসি
মা তোমারে কত ভালবাসি
কত ভালোবাস ধন ?
জননী শুধায়
“এ-ত” বলি দুই হাত প্রসারি দেখায় ?
তুমি মা আমায় ভালোবাস কতখানি ?
মা বলে মাপ তার আমি নাহি জানি
তবু কতখানি বল,
যতখানি ধরে তোমার মায়ের বুকে নহে তার পরে।’’

যে মাকে নিয়ে এত ভালবাসা, কবিতা, গান সেই মাকে স্মরণ করতে ১৪ই-মে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। মায়ের জন্য কোন দিবস নয় প্রতিটি দিনই মায়ের।পৃথিবীর সবচেয়ে প্রিয় এবং মধুরতম শব্দটি ‘মা’। মা শুধু প্রিয় শব্দই নয়, প্রিয় বচন, প্রিয় অনুভূতি, প্রিয় ব্যক্তি, প্রিয় দেখাশুনা, প্রিয় রান্না এবং প্রিয় আদর। যতগুলো প্রিয় আছে তার সব প্রিয়ই শুধুমাত্র মাকে কেন্দ্র করেই। পৃথিবীর ইতিহাসে সন্তানের জন্মদাত্রী হিসেবে প্রাকৃতিকভাবেই মায়ের এই অবস্থান। মানব সমাজে যেমন মায়ের অবস্থান রয়েছে। পশুর মধ্যেও মাতৃত্ববোধ প্রবল। সৃষ্টির আদিলগ্ন থেকেই মা যাবতীয় মমতার আধার ও কেন্দ্রবিন্দু। তাই পৃথিবীর অধিকাংশ ভাষায়ই মা-এর সমার্থক শব্দটি ‘ম’ ধ্বনি দিয়ে শুরু।

তাই মায়ের জন্য কোন নিদিষ্ট দিবস নয় প্রতিটি দিন হোক মায়ের জন্য উৎসর্গকৃত।পৃথিবীর সকল মায়ের জন্য বিনম্র শ্রদ্ধা।

2 thoughts on “মা

  1. মায়ের জন্য কোন দিবস নয় প্রতিটি দিনই মায়ের।
    স্বার্থ ছাড়া ভালবাসে শুধু আমার “মা”। আমাদের মা। এবং মা।

    কী বলবো মি. হামিদুর রহমান পলাশ !! শব্দনীড় এ আপনাকে স্বাগতম !! :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভ কামনা আপনার জন্য। আমি একটু অগোছালে অবস্থায় আছি। তাই নিয়মিত হতে পারছি না। ঠিকমত যোগাযোগও করতে পারছি না বলে সত্যিই দুঃখিত ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।