কনকনে এই শীতের মাঝে
হাড় কাঁপানো সকাল-সাঁঝে,
পাই না কারো একটু আদর
কে দেবে গো একটি চাদর?
কাঁপছি আমি থরথরিয়ে
প্রাণ বুঝি যায়― যায় বেরিয়ে,
এমন সময় সূর্য মামা
দেয় পরিয়ে গরম জামা।
কনকনে এই শীতের মাঝে
হাড় কাঁপানো সকাল-সাঁঝে,
পাই না কারো একটু আদর
কে দেবে গো একটি চাদর?
কাঁপছি আমি থরথরিয়ে
প্রাণ বুঝি যায়― যায় বেরিয়ে,
এমন সময় সূর্য মামা
দেয় পরিয়ে গরম জামা।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শীতের প্রকোপে সারা দেশই কাঁপছে। কীইবা করার আছে। প্রকৃতি তার মতো চলে।
সত্যিই প্রকৃতির কাছে আমরা অসহায়।
নিদারুণ প্রকাশ
ধন্যবাদ ভাই।
দুঃখজনক হলেও সত্য।
ধন্যবাদ