তোমার অভ্যর্থনা

এইখানে একদিন তুমি এসেছিলে,
উত্তরের হিমেল হাওয়ায়
শীতের পাখিরা ডানা ঝাপটালো,
এবং কলকাকলিতে মুখরিত ওরা
তোমাকে জানালো উষ্ণ অভিবাদন,
আর দলে দলে বারংবার উড়াউড়িতে আমাদেরকে প্রদক্ষীন
তোমাকে করলো পুলকিত আর আমাকে ভীষনই লজ্জিত !

কোনদিন করিনি কুর্ণিশ রানীর শ্রদ্ধায়
করিনি চুম্বন নতজানু হয়ে তোমার করতলে
এমন কি ভালোবাসি কতটা ?
অথবা আদৌ বাসি কি না !
বলিনি কখনো আয়োজন করে
এমনকি ঐ চোখে তাকিয়ে, কিঞ্চিৎ স্মিতিতে
কখনো বুঝতে দেইনি হৃদয়ের গভীরে কতটা আছ তুমি।

কিন্তু এ প্রকৃতির মাঝে
সেই দিন তুমি ছিলে বলে
কি এক অপরুপ সাজে ওরা সেজে ছিল তোমার অভ্যর্থনায় !
যেমন তোমাকে আমি দেখেছিলাম প্রথম স্পর্শে
আকাঙ্খা, ভয়, পূর্ণতা এবং লাজে !

অথচ আজও আমি আছি
শুধু তুমি নেই তাই অগ্রাহ্য করে আমাকে
অতিথী পাখিরা সাজালো না মালঞ্চ, জল ও সবুজের
হয়ত ওঁরা আর আসবেনা যতদিন তুমি না আস।
কি আর মূল্য বল তুমিহীন এই আমি ?
আমি শুধু পারি প্রতীক্ষার প্রহর গুলোকে সাজাতে নিজের মত করে
যেন তা এক্ষুনি শেষ হয়, অথবা যদি কোনদিনই নয় !

৩ ফেব্রুয়ারী, ২০১৬। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

8 thoughts on “তোমার অভ্যর্থনা

  1. আপনার লিখাটি পড়লাম। আমার কাছে ভালো লেগেছে।
    শব্দনীড় এ শুভেচ্ছা এবং স্বাগতম। নিয়মিত লিখুন ভালো লাগবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অনেক অনেক ধন্যবাদ মুরুব্বী ! শব্দনীড়’কে অনেক ভালো লেগেছে আমার । আসা করছি আপনাদের সাথে থাকতে পারবো বহুকাল !

      1. আমরা আপনার পাশে আছি মি. আনিসুর রহমান। এগিয়ে যান।

  2. কি আর মূল্য বল তুমিহীন এই আমি ?
    আমি শুধু পারি প্রতীক্ষার প্রহর গুলোকে সাজাতে নিজের মত করে
    যেন তা এক্ষুনি শেষ হয়, অথবা যদি কোনদিনই নয় !

  3. শব্দনীড়ে স্বাগতম।

    আপনার আরও লেখা পাব আশা করছি।

    শুভ কামনা

  4. ধন্যবাদ ফকির আবদুল মালেক ভাই ! আপনাদের শুভকামনাই আমার লেখার অনুপ্রেরনা !

মন্তব্য প্রধান বন্ধ আছে।