চল পথ

বসে থাকিস না:রে
ওহে অলস পথিক,
একটা না একটা দেখে
খুঁজে নে তোর দিক।

এভাবে বসে থাকলে
যাবে যে বেলা,
ছুটে যা সম্মুখে ওই
দীপ্ত করে খেলা।

চল পথ ওহে পখিক
যাত্রা শুরু কর,
যতো সংশয় করে দূর
নিজের হাল ধর।

দিগন্তে বাড়িয়ে দে তোর
চলার গতিবেগ,
সম্মুখে থাকুক না যতো
সংশয়জনিত মেঘ।

চল পথ ওহে পখিক
যতই রাত্রি নামুক,
হামাগুড়ি দে কাদা পথে
যতই ঝড় আসুক।

এ পথে হয়তো আছে
তোর অনন্ত সম্ভাবনা,
পথে পথে চলতে চলতে
দেখা হবে মুক্তোদানা।

তুই সফল হবিই হবি
রাখ আত্মবিশ্বাস,
দ্বিধা না করে চল পথ
নিয়ে আনন্দ উল্লাস।

4 thoughts on “চল পথ

  1. চল পথ ওহে পথিক যাত্রা শুরু কর,
    যতো সংশয় করে দূর নিজের হাল ধর।

    ___ প্রগতির কথায় মানুষ উজ্জীবিত হোক এই প্রত্যাশা করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ মুরুব্বী ভাই।
      শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।

    2. সালাম এর প্রত্যুত্তর জানবেন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।