শূন্য হাত

বলেছিলে ধরবে আমার হাত
অপেক্ষাতে ছিলাম আমি
কত শত কাজের মাঝেও
সকাল, দুপুর, রাত ।

কবে তোমার এমন সময় হবে ?
যখন তুমি আপনা ভুলে
হৃদয় খুলে বলবে শুধু
আমার পাশে রবে ।

স্বপ্ন গুলো তাড়া করে পিছে
কি যন্ত্রণা ধৈর্য্য কি আর সয় !
দুরেই যদি থাকবে এমন করে
কেমন করে অমন কিছু হয় ?

অবশেষে যেদিন তুমি এলে
সকল দ্বিধা দ্বন্দ্ব পিছে ফেলে
অনেক সময় পাশাপাশি বসা
বিনিময়হীন অনেক ভালবাসা ।

অনেক কথাই হয়েছিল বলা
অনেকটা পথ হেটেছিলাম সাথে
প্রশ্ন শুধু আজও জাগে মনে
কেন ফিরেছিলাম শূন্য হাতে ?

২৬ মার্চ, ২০১৫

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

5 thoughts on “শূন্য হাত

  1. ‘স্বপ্ন গুলো তাড়া করে পিছে
    কি যন্ত্রণা ধৈর্য কি আর সয় !
    দুরেই যদি থাকবে এমন করে
    কেমন করে অমন কিছু হয় ?’

    __ টাফ এ্যাণ্ড টুউউ রোম্যান্টিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ মুরুব্বী ভাই আমার লেখা ধৈর্য নিয়ে পড়ার জন্য !

  2. বেশ সুন্দর ও সাবলীল পঙক্তিমালা। আপনার ব্লগে আজ প্রথম এলাম। আপনার আগের দুটো পোস্টও পড়লাম। বেশ সুন্দর লেখার হাত আপনার। শব্দনীড়ে ভাল একজন ব্লগার যুক্ত হয়েছেন বলে ভাল লাগছে।

    শব্দনীড়ে স্বাগত জানাই। শব্দনীড়ের সাথে চলে সমৃদ্ধ হই আমরা সকলে। অজস্র শুভকামনা রইল।

  3. অনেক অনেক ধন্যবাদ আনোয়ার ভাই । আপনার প্রদর্শিত পথে হাটতে ভীষণ ভালো লাগছে । আপনাদের অনুপ্রেরনাই আমার চলার পথের পাথেয় ! সবসময় আপনাদের পাশে থাকতে চাই ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।