আত্মসমর্পণ

talpatar_putul-1b

আমার সকল যুদ্ধ যখন তোমার সাথে
কি আর সাধ্য যুদ্ধ করার শূন্য হাতে ?
অস্ত্র গুলো রখলে জমা অস্ত্রাগারে
কেউ কি তখন সেনাপতির ধারটি ধারে ?

যতই সাজাই গোলাবারুদ রনক্ষেত্র
বৃষ্টি যখন ভিজিয়ে যায় তোমার নেত্র
আমি তখন শূন্য মাঠে বজ্রাহত !
কেউ কি পারে করতে আঘাত তোমার মত ?

সৈন্য যারা গড়বে দেয়াল দুর্ভেদ্য
গড়লে সন্ধি তাদের সাথেই অবিচ্ছেদ্য
তখন আমি কোথায় পালাই ? নিস্তার নাই !
এক পায়েতে ভর করা তালপাতার সেপাই !

চারিদিকে বাজছে যখন রণ বাদ্য
দুহাত দিয়ে কান ঢাকার কি আছে সাধ্য ?
ঢাল তলোয়ার ছাড়া এক নিধীরাম সর্দার
কে আর তখন ধারে বল তার কোন ধার ?

জানতো কি কেউ এমনি হবে ষড়যন্ত্র ?
সকল শক্তি বিকল করবে তন্ত্র মন্ত্র !
নীল নকশার গোপন নথি রয় কি গোপন ?
যুদ্ধ যদি করতে পারে শত্রু আপন !

২০ এপ্রিল, ২০১৬

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

2 thoughts on “আত্মসমর্পণ

  1. আত্মসমর্পণেই আত্মসমর্পণের পথ বলে দেয়া আছে।
    লিখাটি নিশ্চিত সুন্দর হয়েছে মি. আনিসুর রহমান। ভালো থাকুন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অতি সাধারন কে অনেক সুন্দর করে দেখার এক অসাধারন ক্ষমতা আছে আপনার । অনেক শুভ কামনা আপনার জন্য মুরুব্বী ভাই !!!

মন্তব্য প্রধান বন্ধ আছে।