দিওয়ানী

বিশ্রামের সময় দিলে না হে অর্বাচীন
টেনে নামালে সালতানাত
তামাম মুল্লুক—
ইশক এর পথ এত সোজা নয়
যে তুমি খামোখা হেঁটেই জয় করবে দিল।

জরি-বুটি, তুকতাক কিংবা
ফজরের আজান
তোমাকে আরও বে-আব্রু করেছে
তাবিজের ধেড়ে পোকা
উল্টিয়ে নেমেছে বুকে।

আর টেনো না হিজলের বন
শুয়ে থাকা সেই বৃহন্নলা সাপ
যতই করুক ফোঁসফাস, গর্জন
অবিরল ক্ষরণে আজ ভেল্কি তুলতে অক্ষম
বেঈমান ইশক বড়ই বে-তমিজ।

1 thought on “দিওয়ানী

  1. ইন্টারেস্টিং লিখা। শুভেচ্ছা এবং সালাম জানবেন প্রিয় কবিবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।