সময়ের স্রোত
বহু জ্ঞানী গুনী মহারথীকেও দেখা যায় স্রোতে গা ভাসিয়ে দিতে ! ভেবে অবাক হই যে স্রোত সবাইকেই কোন না কোন সময় ভাসিয়ে নিয়ে যেতে পারে ভাটিতে ! স্রোতের প্রতিকুলে এমনকি অনুকুলেও কারো শক্তিই সকল পরিস্থিতিতে পরিক্ষীত নয় ! উহা আপেক্ষিক !!!
2 thoughts on “আত্মচিন্তন-১০”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
স্রোতের উজান অথবা ভাটিতে কারো শক্তিই সকল পরিস্থিতিতে পরীক্ষিত নয়।
সর্বৈব সঠিক মি. আনিসুর রহমান। আই অ্যাপ্রিশিয়েট।
ধন্যবাদ স্যার সহমত পোষন করার জন্য ।



