শেয়াল ও বুদ্ধিজীবী

একবার এক বুদ্ধিজীবী বনের পথ দিয়ে যাচ্ছিলেন। পথে একদল শেয়ালের সাথে উনার দেখা হয়ে গেল। এত শেয়াল দেখে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়ে পালাবেন কিনা সেটা ভাবতে ভাবতে দেখলেন, সে পথ নাই। পেছনের দিকেও আরো একপাল এসে হাজির হয়েছে। এত শেয়াল দেখে তাঁর ভিরমি খাওয়ার উপক্রম। তিনি ঠিক কোন দিকে দৌড় দিবেন সে সিদ্ধান্ত নিতে নিতে তারা তাঁকে চারদিকে ঘিরে দাঁড়াল। এই প্রেক্ষিতে কি করনীয় সেটা নির্ধারণে তিনি তাঁর উৎকৃষ্ট মগজ হাতড়ে কোন উপায় বের করতে পারলেন না। ভয়ে নিজের চোখ বন্ধ করে নিজেক শেয়ালের পালের হাতে সমর্পণ করে দিলেন।

দীর্ঘক্ষণ চক্ষু বন্ধ রাখার পরে দেখলেন নিজের উপর কোন ধরনের আক্রমন এমন কি আঁচড়েরও আভাস পাওয়া গেল না। তখন তিনি চোখ খুললেন। খুলে দেখলেন, সব শেয়াল সামনের ডান পা কপালে তুলে তাঁকে স্যালুট দিচ্ছে। তাদের মধ্যে নেতা শেয়ালটি সামনে এসে বলল, হে মহাজন, আপনি আমাদের সালাম গ্রহন করুন।
আমরা শেয়াল নিখিল বাংলার
সকলেই আপনার ফলোয়ার
বাকী শেয়ালগুলা বলল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া।
শেয়ালদের ধ্বনিতে আকাশ বাতাস বন বাঁদাড় মুখরিত হল। মাননীয় বুদ্ধিজীবির দেহে প্রাণ আসল। তিনি হাত তুলে তাদের সালাম গ্রহন করলেন।

সহসা, এক শেয়াল চিৎকার দিয়ে উঠল। বাঘ, বাঘ আসছে বাঘ। সাবধান! সাবধান!! শেয়ালগুলো সব এদিক সেদিক পালাতে লাগল। এদিকে বুদ্ধিজীবী সাহেব মরিয়া হয়ে বললেন, আমাকে রেখে যেওনা। প্লিজ।‘
শেয়ালনেতা, দাঁড়িয়ে বলল, হুজুর একটা কাজ করুন, আপনি সমস্ত কাপড় চোপড় খুলে দাঁড়িয়ে থাকুন। ভাল হয় যদি, ন্যাংটা হয়ে গাছের ডালে ঝুলে থাকেন। বাঘেরা ন্যাংটা মানুষ দেখেনি কোনদিন। সে আপনাকে ভূত ভেবে আর কিছু করবে না। বলে সেও লুকিয়ে গেল।

তখন মাননীয় বুদ্ধীজীবি মহাশয় আর কি করবেন, কাপড়-চোপড় সব খুলে সম্পূর্ন নগ্ন হয়ে আদি ও আসল চর্ম সম্বল করে গাছের ডালে ঝুলে পড়লেন।

পাশের গাছে দুষ্ট বান্দরেরা তখন হাসতে লাগল।

13 thoughts on “শেয়াল ও বুদ্ধিজীবী

  1. বুদ্ধিজীবি মহাশয় এর স্বরূপ বের করে ফেললেন বুদ্ধিজীবি প্রাণী শে … য়া … ল !! 

    1. হা হা হা। আমাদের বুদ্ধিজীবীদেরকে  শেয়াল থেকে আলাদা করতে পারি না। 

      ধন্যবাদ জনাব।  

  2. স্বতন্ত্র বিষয়বস্তুর না রম্য না রমনীয় পড়তে ভীষণ আগ্রহী হয়ে উঠেছিলাম। পড়া শেষে মনে হচ্ছে ভুল হয়নি। সার্থক হয়েছে বলেই মনে করি। শুভকামনা আনু ভাই। :)

    1. অনেক ধন্যবাদ প্রিয় কবি। 

      আমাদের বুদ্ধিবৃত্তির চর্চাকারীদের অধপতন  তুলে ধরতে চেয়েছি।

  3. সব ধরণের লিখায় ভরে উঠুক শব্দনীড় আনু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. শুভেচ্ছা প্রিয় সুমন ভাই।

      হ্যাঁ, সব ধরনের লিখায় ভরে উঠুক শব্দনীড়।     

    1. হা হা হা। 

      আসলেই তাই।

      ভাল থাকবেন আপু। 

  4. বেশ গুছিয়ে লিখলেন —- বুদ্ধিজীবীদের এহেন পরিণামে বানরেরাও হাসলো  । এটাই ছিল বাকি ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif  

    1. অনেক ধন্যবাদ আপু।

      আমাদের দেশের বুদ্ধিজীবীদের অবস্থা আসলে এমনই।    

মন্তব্য প্রধান বন্ধ আছে।