মন চুরি খেলা ঘরে
তুমি যদি মেঘ হয়ে অাকাশ
জুড়ে থাক …
তুমি যদি শ্রাবণ মেঘে বকুল ডালে বৃষ্টি হয়ে
ঝরো …
তবে, তোমাকে ডাকছি শোন,
কোন এক বিষণ্ন প্রহরে সাদা মেঘে
বৃষ্টি হয়ে অামায় ভিজিয়ে দিও!
তুমি যদি জল জ্যোৎস্নায় শিশির মেখে
গহন রাত্রির একাকীত্ব ছুঁয়ে দিয়ে
গোলাপ হয়ে ফোঁট আর ঝরো,
সেই এক একটি গোলাপ যদি তুমি হও
তবে, তোমায় বলছি শোন –
অামার ভাবনার মৌনতা ছুঁয়ে তুমি
গুচ্ছ গুচ্ছ স্বপ্নীল নীল গোলাপ হয়ে
ফুটে থেকো …
আমার কানামাছি মন চুরি মন অরণ্য
খেলা ঘরে :
তুমি যদি জোছনা ভেজা নিঃশব্দ রাত্রির মৌনতায়
ছবির মত ভেসে ওঠো
এক টুকরো কড়া- রৌদ্রের বিছানায়
তবে, তোমায় বলছি শোন —
নীলাকাশের ভাঁজে ভাঁজে নক্ষত্রদের ভীড়ে
নীলিমার নীল আঁচল ছড়িয়ে দিও,
কাঙ্খিত তৃষিত সোনালি ডানার চিল মেঘ পালকের খামে;
আমার জন্য শ্রাবণ বিকেল তুলে রেখো …
সাদা সাদা মেঘের ভেঁজা ঠোঁটে থোকা থোকা
কামিনী ফোঁটা অাবেগী স্বপ্নরা ভিজেছিল
অরণ্যে সবুজ শিশিরে
তুমি যদি মন কাড়া কবিতার ছন্দে রাঙিয়ে দাও
শেষ বিকেলের টি –টেবিলের অাড্ডা ;
তবে, তোমায় বলছি শোন –
স্বপ্ন হয়ে গভীর রাত্রে সুখ ছোঁয়ার নেশায়
চুপি চুপি এসো তুমি আমার কাছে।
তোমার ঘুম কাড়া রংধনু প্রজাপতি নরম ঠোঁটের
আলতো ছোঁয়ায় রাঙিয়ে দিও আমার কপাল
অচেনা – সুখ সুখ ফুল কুঁড়ি সবুজ পাতার
উচ্ছ্বাসিত শিহরণে ,
কেঁপে কেঁপে ওঠে আমার কবিতা লেখা
শরৎ সকাল… … … … !
21.03.2019
'নীলাকাশের ভাঁজে ভাঁজে নক্ষত্রদের ভীড়ে
নীলিমার নীল আঁচল ছড়িয়ে দিও,
কাঙ্খিত তৃষিত সোনালি ডানার চিল মেঘ পালকের খামে;
আমার জন্য শ্রাবণ বিকেল তুলে রেখো …'
চমৎকার পংক্তিমালা। সহস্র শুভেচ্ছা কবি হাসনাহেনা রানু। শুভ দিন।
কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি আজাদ ভাইয়া। অনুপ্রেরণা পেলাম ভাইয়া।শুভ কামনা।
অামার ভাবনার মৌনতা ছুঁয়ে তুমি
গুচ্ছ গুচ্ছ স্বপ্নীল নীল গোলাপ হয়ে ফুটে থেকো …
শুভকামনা কবি বোন হাসনাহেনা রানু।
ধন্যবাদ কবি দাদা সৌমিত্র চক্রবর্তী।শুভেচ্ছা নিন।
কবিতাটি ভালো হয়েছে কবি।
ভাল লাগল। ধন্যবাদ কবি আপনাকে ।
জল জ্যোৎস্নায় শিশির মাখা গহন রাত্রির একাকীত্ব।
কী যে অসাধারণ লিখেন কবি দি … অবাক হতে হয়। অভিনন্দন।
দিদি ভাই আপনাকেও অভিনন্দন।প্রীতিময় ভালবাসা নিন ।
আপনার লেখা কবিতা আমাকে সবসময়ই মুগ্ধ করে। এবারও মুগ্ধ! শুভেচ্ছা সহ শুভকামনা রইল শ্রদ্ধেয় রানু দিদি।
আপনার সুন্দর মন্তব্যে আমি ও মুগ্ধ কবি দাদা নিতাই বাবু। আপনার জন্য ও শুভেচ্ছা দাদা।
সুন্দর।
ধন্যবাদ কবি শাকিলা তুবা আপা।
শরৎ সকালের আকুল কবিতা ভালো লাগলো
আমার ব্লগে আপনাকে স্বাগতম কবি বন্ধু।মন্তব্যে অনুপ্রাণিত হলাম রুকশানা হক আপু।শুভেচ্ছা সতত।
"তুমি যদি মেঘ হয়ে অাকাশ
জুড়ে থাক …
তুমি যদি শ্রাবণ মেঘে বকুল ডালে বৃষ্টি হয়ে
ঝরো …
তবে, তোমাকে ডাকছি শোন,
কোন এক বিষণ্ন প্রহরে সাদা মেঘে
বৃষ্টি হয়ে অামায় ভিজিয়ে দিও!'—– দারুণ পঙক্তি মালা।
আন্তরিক ধন্যবাদ সহ শুভেচ্ছা নিন কবি ভাইয়া মিড ডে ডেজারট।