সঙ্গী

যে হইবে সঙ্গী তোমার
রহিবে সাথে সদা,
কবু কহিবে নাগো তোমায়
দিয়োনা মোরে বাধা।
আপদে বিপদে সর্বপদে
থাকিবে তোমার পাশে,
কিছু নাহি সে পাহিবে শুনিতে
কি বলিল লোকে পিছে।
কবু নাহি তারে করিও পর
কবু নাহি দিও ব্যাথা,
সর্বশ্ব তুমি তাহারে দাও
তোমার সকল কথা।

2 thoughts on “সঙ্গী

  1. শব্দনীড়ে আপনার অভিষেকের পর প্রথম পাতাতেই তিনটি পোস্ট রয়েছে। সাধুবাদ জানাই আপনার উপস্থিতির জন্য। ভালো যে লিখেন তার স্বাক্ষরও রেখেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    নিজের পোস্টে মন্তব্য করেছেন : ৩ টি।
    অন্যের পোস্টে মন্তব্য দিয়েছেন : ০ জনকে। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।