আমার তো কোনো অবস্থান নেই
তবু সকল কিছু আধুনিক লাগে
পৃষ্ঠা পৃষ্ঠা গৃহহীন পাখিদের মতো;
শাদা কাগজে বসন্ত টাঙিয়ে
ঘন জঙ্গলের দিকে যাচ্ছে
রোদ করতলে ধানি জমির মাঠ,
ইকোনো গোধূলির খোলসে ঢুকে
জমিয়ে উঠেছে আশাদায়ক
ফুল গন্ধ নির্ভরে মিশে
এই শহর; অদূরে সংঘবদ্ধ গ্রাম
এখানে কতখানি মধুর বিষণ্ণ জানো?
2 thoughts on “মানুষের এত তাড়া থাকতে নেই”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ কিছুকাল পর আপনার কবিতা পড়লাম। শুভেচ্ছা জানালাম কবি টিপু সুলতান।
অবশেষে সুখ নামক শব্দে সমৃদ্ধি হোক