এখন কোনও গান গেয়ো না

এখন আর কোনও গান গেয়ো না রুমা,
সব গান গাওয়া শেষ হয়ে গেছে
সকল অভ্যাগত দর্শকশ্রোতা ফিরে গেছে তৃপ্তিভরে
যন্ত্রশিল্পীরাও সরঞ্জামাদি নিয়ে চলে গেছে যার যার মতো;
এই গানের আসর শেষ হয়ে গেছে রুমা,
তবু কেন শূন্য মঞ্চে একাকী দাঁড়িয়ে আছো- এই মধ্যরাতে
এতক্ষণে নির্ঘাত ঘুমিয়ে পড়েছে শহরের নাগরিকগণও
তাদের শান্তিতে ঘুমোতে দাও

এই গানের আসর শেষ হয়ে গেছে রুমা,
সমস্ত কুশীলব অভ্যাগতরা ফিরে গেছে তৃপ্তিভরে
তবু কীসের টানে শূন্য মঞ্চে পড়ে আছো শিল্পী
ফিরে যাও চেনা সড়ক ধরে- নিশ্চিত গন্তব্যে

12 thoughts on “এখন কোনও গান গেয়ো না

  1. এই গানের আসর শেষ হয়ে গেছে রুমা,
    সমস্ত কুশীলব অভ্যাগতরা ফিরে গেছে তৃপ্তিভরে
    তবু কীসের টানে শূন্য মঞ্চে পড়ে আছো শিল্পী
    ফিরে যাও চেনা সড়ক ধরে- নিশ্চিত গন্তব্যে।

    অসাধারণ কাব্যিক আহ্বান। আমার পছন্দ হয়েছে অর্ক ভাই। :)

  2. তবু কীসের টানে শূন্য মঞ্চে পড়ে আছো শিল্পী
    ফিরে যাও চেনা সড়ক ধরে- নিশ্চিত গন্তব্যে

     

     

    * ভাবের গভীরতা, চমৎকার!!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. দারুণ ব্যঞ্জনাময়!

    পড়লাম আর একটা ছবি ভাসালামঃ একটা শূন্য মঞ্চের এবং একাকি দাঁড়িয়ে থাকা গায়কের (গায়িকার)।

    শূন্য মঞ্চে সে কোন গান গেয়েছে কিনা জানিনা। কিন্তু কবিতাটা পড়ে একবার মনে হল, আমার ভিতর শূন্য হয়ে গেছে;  আরেকবার মনে হল, আমার যত শূন্যতা ছিল সব ভরে গেছে।

    অন্তর বাজাতে পারে এমন শব্দের সমষ্টিই তো কবিতা!  

    1. আহা প্রাণ ভরে গেল আপনার মন্তব্য পড়ে। সত্যিই খুব ভালো লাগলো। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 

       

      শুভকামনা নিরবচ্ছিন্ন ।             

  4. প্রিয় অর্ক ! 

    কেমন আছেন? আপনাকে এখানে দেখতে পেয়ে ভালো লাগছে। 

    কবিতায় শুভেচ্ছা ও মুগ্ধতা রইলো। 

    1. জি জি আমারও ভালো লাগলো। অজস্র ধন্যবাদ ও শুভকামনা।      

মন্তব্য প্রধান বন্ধ আছে।