বসন্ত এসেছে, তাই

অরিত্রিকা,
দেখো, বসন্ত এসেছে
পাখিদের কানাকানি ডালে ডালে পাতার আড়ালে
মধুলোভী ভ্রমরের আনন্দে কাটছে দিন বেশ
বসন্ত এসেছে, তাই কোকিলের ঘুম নেই চোখে
(অলক্ষ্যে দারুণ রেওয়াজ চলে রাত-দিন)
মধুর পরাগ লেগেছে ফুলে-ফুলে
বৃন্তে-বৃন্তে ধূম রঙিন বসন্তের,
তোমার বড়ির সড়কের পাশে বয়েসী কৃষ্ণচূড়াটা-
দেখো, ফুলে-ফুলে-লালে-লালে সয়লাব আজ
তুমি কী দেখো না!

অরিত্রিকা,
বসন্ত এসেছে, তাই ফেলে সব কাজ
আমি লিখছি তোমাকে নিয়ে-
আমার প্রেমের কবিতা।

13 thoughts on “বসন্ত এসেছে, তাই

  1. আর্কাইভ থেকে। মাস দুয়েক আগে প্রকাশ যথাযথ হতো।       

  2. অরিত্রিকা,                                                          বসন্ত এসেছে,তাই ফেলে সব কাজ 

    আমি লিখছি তোমাকে নিয়ে —

    আমার প্রেমের কবিতা। সুন্দর প্রকাশ কবি অর্ক।শুভেচ্ছা …https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. ভালো কবিতায় শুভেচ্ছা সবসময় রাখি। ধন্যবাদ কবি।

  4. বাহ্ বাহ্। মনটাই আনন্দে ভরে উঠলো অর্ক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।