মধ্যরাতের নিঃসঙ্গ নক্ষত্র
কি করে বলব আকাশ, তোমাকে ভালবাসি কত
মধ্যরাতের নিঃসঙ্গ নক্ষত্রের মত —
আমি ও বড় একা নিঃসঙ্গ,
প্রিয় স্বদেশ …
আমার সব স্বপ্ন ভূমি তুমি
অনন্ত আকাশের নীল যত
এক শূন্য হৃদয় ক্ষত ;
নয়নাভিরাম উচ্ছ্বাসিত সমুদ্রের কোটি কোটি ঢেউ
অবারিত সবুজ শষ্যের মাঠ,
সব কিছুই আমার ভাললাগা অনুভবে মিশে আছে —-
হঠাৎ দৃষ্টিতে ভেসে ওঠা দৃশ্য পটের ছবির মত !
কি করে বলব গোলাপ, এক গোলাপেরই সৌন্দর্য
আমাকে কতটা আকৃষ্ট করে,
আমার এক এক ফোঁটা রক্ত থেকেই —
পৃথিবীর অজস্র গোলাপের জন্ম হয়েছে,
এই জন্য গোলাপ ব্যথায় কষ্ট বাড়ে —
গোলাপ সুখে হাসতে পারি।
মোম জ্যোৎস্নায় মন ভিজিয়ে আমি বরং বারবার কবিতার কাছে ফিরে আসি,
কবিতা আমাকে একটা খোলা নীল আকাশ দিয়েছিল :
সেই থেকে নীলাকাশ আমার সোনালী স্বপ্ন ছুঁয়ে আছে,
কি করে বলব কবিতা, তুই আমার কতটা প্রিয় !
হলুদ ফুলের একমুঠো স্বপ্ন;
কদম বকুলের বিকাশিত আগামীর বীজ …
উড়ন্ত চিল ডানায় ছুঁয়ে যাওয়া বাসনার নীল প্রজাপতি।
কি করে বলব জ্যোৎস্না, পুরনো নীল আকাশ
আমার ভালবাসা হয়ে গেছে !
আরও এক নিবিড় নতুন আকাশ
আমার ভালবাসায় মিশে গেছে,
এক আকাশের সৌন্দর্য্যে মুগ্ধ
সমস্ত পৃথিবী !
_________
15.04.2019
মোম জ্যোৎস্নায় মন ভিজিয়ে বারবার কবিতার কাছে ফিরে আসা। অভিনন্দন কবি হাসনাহেনা রানু। নতুন বছরের শুভ কামনা। শুভ সন্ধ্যা।
কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি আজাদ ভাইয়া। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা সহ অভিনন্দন।
ভালো লাগার মতো কবিতা।
প্রিয় স্বদেশ … আমার সব স্বপ্ন ভূমি তুমি
অনন্ত আকাশের নীল যত … এক শূন্য হৃদয় ক্ষত।
কবিতায় অভিনন্দন কবিবোন হাসনাহেনা রানু। নববর্ষ।
মধ্যরাতের নিঃসঙ্গ নক্ষত্র। অসাধারণ রানু আপা।
অভিনন্দন কবি রানু দি।
দারুণ লাগলো লেখাটি। শুভেচ্ছা ভরপুর।
শুভেচ্ছা।
কবিতায় শুভেচ্ছা জানবেন প্রিয় কবি বোন এইচ রানু।
কি করে বলব জ্যোৎস্না, পুরনো নীল আকাশ
আমার ভালবাসা হয়ে গেছে !———- চমৎকার কবি আপু
নববর্ষের আলোকে উজ্জ্বল হয়ে উঠুক আগামী দিনগুলি।
শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!