প্রেম

বর্ষায় ছাদ হয়ে যখন ই প্রেম বৃষ্টি ঝরায়
আমের মুকুল শূকর হয়ে আবেগ গিলে খায়
শুষ্ক পাথরে হালকা চায়ের ফিরকি ছোটে
গরম টা আর কোনদিন ভেতরে পৌঁছবে না
আনলিমিটেড ইগনোরেবল “চকোবার”।

4 thoughts on “প্রেম

  1. প্রিয় কবি অরুণিমা মণ্ডল

    শব্দনীড় এ পুনঃস্বাগতমস আপনাকে। আমার কেন জানি মনে হচ্ছে আপনি আসলে যে ফরমেট অথবা স্টাইলে আপনার পোস্টকে দেখতে চাচ্ছেন শব্দনীড় কোডিং থিম সেটা সাপোর্ট করছে না। যাই হোক; লিখা গুলোনকে ফ্লাট স্টাইলে ছাড়লে সম্ভবত লাইন আর ভেঙ্গে যাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিয়মিত লিখুন। :)

  2. অনেক অনেক শুভেচ্ছা নিন কবি অরুণিমা মণ্ডল। ভাল লেখা কিন্তু বড্ডো সংক্ষিপ্ত। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।