জানাবো না

জানাবো না

আমি আর কাঁদলেও তোমাকে কখনো
জানাবোনা। আমি যদি বুকে কষ্ট চেপে
দম আটকে গলে যাই, যদি তড়পে
তড়পে আমি মরে যাই, তবু তখনো

তখনো তুমি কিছু জানবে না। কারন,
তোমার তো আর কোন আগ্রহের ছিটে
ফোঁটাও পড়ে নেই, গাঁটছড়ার গিঁটে
দাগ পড়ে গেলেও কেচে নেয়া বারন।

জানাবোনা তোমাকে তো কষ্টের প্রহর।
“আহা ষাট্, ষাট্, তুমি কেন কাঁদবে গো”
ইতি সোহাগে তোমার সুযোগও আরতো
মিলবে না। জাজ্বল্যে যুগ্ম-চিহ্ন বিস্তর।

তুমিময় এ জীবনে কি করে আবার
নতুন লিপিকা গাঁথি কলমে আমার!

6 thoughts on “জানাবো না

  1. আমি বিশ্বাস করি; আপনার কবিতা অথবা লিখনী নিঃসন্দেহে শব্দনীড় আর্কাইভকে সমৃদ্ধ করবে। শব্দনীড় এ আপনাকে সুস্বাগতম বন্ধু। নিয়মিত থাকুন। নিয়মিত লিখুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনার লেখা ইতিপূর্বে পড়েছি দিদিভাই। শব্দনীড় এ আপনাকে দেখে খুশি হলাম। স্বাগত জানাই। :)

  3. সুন্দর প্রকাশ অনেক শুভ কামনা রইল https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।