ভ্যালেনটাইনস ডে
ভুল হাতে যে ছেলেটি দাঁড়িয়ে
তাঁর ভ্যালেনটাইন আর কোনদিন ফোন করবে না
মুশকিল হল
ছেলেটি সামনে দাঁড়ালেই মরুভূমির বালি পোড়ায়
সাদা কালো স্মৃতিগুলো সুতো হয়ে ওঠে
শাড়ি বুনতে গেলেই ছিঁড়ে খানখান
ভেড়ার লোম কাছে ডেকে সেলাই’র সুযোগ দেয়
শাড়ি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে
উলের টান থাকলেও তাড়াতাড়ি আগুন ধরে
বারবার একতরফা ক্ষমা’তে ভালোবাসাটাই মন থেকে উঠে
কুকুরকে করুণা করা যায় বিয়ে করা যায় না
অমর্যাদা’র কুষ্ঠে ভোগে—
প্রতিটি মুহুর্তই ভালবাসায় টইটুম্বুর থাকুক আমাদের এ মানব জীবন। জীবনে সরল ভালবাসার অগাধ বন্ধন থাকলে সমৃদ্ধ হয় ব্যক্তিত্ব আর উজ্জীবিত হয় মননশৈলী। ভালবাসা অবিরাম……..
কবিতার আঙ্গিকে যেন স্পষ্ট অক্ষর চিত্র এঁকে দিয়েছেন চোখের সামনে। পড়লাম কবি অরুণিমা মণ্ডল। আপনার এফবিতে সমস্যা হচ্ছে জানিয়েছেন। তারপরও চাইবো আপনার পোস্ট গুলোতে আপনার পাঠকদের করা মন্তব্যে স্বাক্ষর দিয়ে যাবেন। ধন্যবাদ।
ভাল লিখেছেন অরুণিমা দি।