মডেল মৃত্যু

মডেল মৃত্যু

দুদিকে হাজারো বিষ পিঁপড়ের ঢেউতে মিথ্যের শাকে ডুবছি
লাখ লাখ অজুহাতে দুর্বল মন
লাউডগা সাপ ফুঁসছি—–

গরিব মরবে বেঁচে ও বা কি লাভ
সিদ্ধ ভাতের ঢেকুর আর ভোটের জিন্দাবাদ

পাশ ফিরে যাওয়া সাফল্য কই মাছ
পাক খেয়ে খেয়ে সংসারে পাকালের পাঁক

মজে আছো কাদা
আটা আর ময়দা

জানি না কোকিলের ভাষা—?
বুঝি না অভিমান আর রাজনীতি?
ঘন্টায় ঘন্টায় পায় ভালোবাসা–?

বাইশে শ্রাবণ দুদিক ঘিরে বৃষ্টির কাল নাগিনী
বিষের সাহিত্য বিষেই খসে
কেমন আ্যন্টিসেপটিক বাহিনী—-

12 thoughts on “মডেল মৃত্যু

  1. আজকাল তাই হয়েছে মডেল

    কোন দিন দেখা যাবে বিবেকবৃদ্ধি বোধ

    সব মডেল হয়েছে——শুভেচছা রইল দিদি——–https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. আপনার প্রতিটি কবিতা বাস্তবতার সাথে অসাধারণ যায়। শুভেচ্ছা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. বাস্তবতা নিয়ে লেখা কবিতাটি পড়ে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে শুভেচ্ছা। আশা করি ভালো থাকবেন ।

  4. বিষের সাহিত্য বিষেই খসে। সত্য বটে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।