আমি সমাজের ঘৃণিত মানুষ!

আমি হিন্দু আমি বিধর্মী
আমি ছাড়াল আমি চণ্ডাল,
আমি মূর্তিপূজা করি তাই
কেউ বলে আমি সমাজের জঞ্জাল।

আমি গরিব আমি দরিদ্র
আমি অর্থহীন আমি ভূমিহীন,
আমি অসহায় নিঃস্ব তাই
কেউ বলে আমি সমাজের ডাস্টবিন।

আমি কুশ্রী আমি অসুন্দর
আমি দুর্বল আমি শক্তিহীন,
আমি চাকরি করি তাই
কেউ বলে আমি চাকর পরাধীন।

আমি শত্রু আমি কুলাঙ্গার
আমি গৃহহীন আমি সর্বহারা,
আমি বস্তিতে থাকি তাই
কেউ বলে আমি উদ্বাস্তু বাস্তুহারা।

আমি অসহায় আমি অভিশপ্ত
আমি সংখ্যালঘু আমি ঘৃণিত,
আমি মূর্খ অশিক্ষিত তাই
কেউ বলে আমি সমাজের নিন্দিত।

আমি মানব আমি সৃষ্টির সেরা
আমি স্রষ্টার প্রেরিত মানুষ,
আমি সমাজের দরিদ্র তাই
কেউ বলে আমি সমাজের অমানুষ।

এটি কবিতা নয়! এটি আমার বাস্তব জীবনের কথা।

লেখাটি প্রথম প্রকাশ ফেসবুক

নিতাই বাবু
১২/০৮/২০১৮ইং
ছবি ইন্টারনেট থেকে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

16 thoughts on “আমি সমাজের ঘৃণিত মানুষ!

  1. আপনার লিখন শৈলী আবৃতি করার যোগ্য এই কবিতায় প্রাচুর্য্য এনে দিয়েছে। অন্তঃকরণে আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। যেখানে থাকুন ভালো থাকুন। ধন্যবাদ।

    1. শ্রদ্ধেয় দাদা, আসলে এটি কবিতা নয়, আমার জীবনের কাহিনী। আমি  আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি। 

  2. আমি অসহায় আমি অভিশপ্ত
    আমি সংখ্যালঘু আমি ঘৃণিত,
    আমি মূর্খ অশিক্ষিত তাই
    কেউ বলে আমি সমাজের নিন্দিত।——চমৎকার প্রকাশ করেছেন কবি দা

    1. আমার জীবনের বাস্তব কাহিনী শ্রদ্ধেয় দাদা। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। 

  3. "আমি মানব আমি সৃষ্টির সেরা"-এটুকু ধারণ করতে চাই।

     

    1. সৃষ্টির সেরা জীব হয়েও আজ আমরা এক আজব জীবে পরিণত হয়েছি শ্রদ্ধেয় দাদা। আমি মানুষ, তবু মানুষের সমাজে আমি ঘৃণিত অবহেলিত। তবুও বেঁচে আছি সবার মাঝে, দুঃখ ভরা মন নিয়ে। 

  4. আমি মানব আমি সৃষ্টির সেরা
    আমি স্রষ্টার প্রেরিত মানুষ,
    আমি সমাজের দরিদ্র তাই
    কেউ বলে আমি সমাজের অমানুষ। … সামাজিক বাস্তবতা ফুটিয়ে তুলেছেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. হিন্দু আর গরিব বলে সত্যি এই সমাজের ঘৃণিত মানুষ আমি। এটি আমার বাস্তব জীবন নিয়ে লেখা। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

  5. অনেক দিন পর আপনার কবিতা পড়লাম । ভালো লাগলো । ধন্যবাদ 

  6. আমরা অনেকে সমাজের ঘৃণিত মানুষ এই কথাটি মানতে হবে বাবু।

    1. শ্রদ্ধেয় রিতা দিদি আপনি ঠিক বলেছেন। এসব ঘৃণিতদের মধ্যে দিদি আমিও একজন সদস্য। 

  7. শুধু আপনার নয় নিতাই দা। আমাদের অনেকের বাস্তব জীবনের কথা বলেছেন।

    1. ঘৃণিত হয়েও এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে করে শ্রদ্ধেয় দাদা। তাই আছি বেঁচে সবার মাঝে।

  8. আমি অসহায় আমি অভিশপ্ত
    আমি সংখ্যালঘু আমি ঘৃণিত,
    আমি মূর্খ অশিক্ষিত তাই
    কেউ বলে আমি সমাজের নিন্দিত।

    * আপনার লেখায় বাস্তবতা অস্বীকার করার উপায় নেই…

    সকল সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

    ভালো থাকুন সবসময়ত।

    1. জীবন চলার মাঝে যেখানে সেখানেই চাড়াল বলে ডাকতে শুনি। মালাউন বলে ডাকতে শুনি। প্রত্যুত্তর আর প্রতিবাদ করার ক্ষমতা নেই। প্রতিবাদ করতে গেলেই মহাবিপদের সম্মুখীন হতে হয় শ্রদ্ধেয় দাদা। তাই মাথা নিচু করে পোষা প্রাণীর মতো লেজ নেড়ে ডাকের সাড়া দিতে হয়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।