কবিতার দাম-

কবিতার দাম-

বসে থাকা কবিতা মঞ্চে গিয়ে আধাখানা উঠে দাঁড়ায়
ফুলের গন্ধে একটু উগ্র ব্যবসায়ী শিরদাঁড়ার কণ্ঠে নড়ে চড়ে গলা ঝাড়ে
নরম নরম চোখে উঁকি দিয়ে আবেগ হাওয়াতে কুলফি খোঁজে

চেয়ারের কাছ দিয়ে কফি হাতে আনমনা ঘাম
বুকের উপর থেকে বৃহদন্ত্রের খাওয়ার হজম করায়

কোলবালশে পাশ ফরে ফিরে রেকর্ডিং শোনে
হাই তুলতে তুলতে আংঙ্করিং য়ে সাগর শুঁকে
কবিতার দাম দেখলে ?
হাতে কালো ছুরি– বোরোলিন লাগিয়ে
বুঝলে?
পাঁচ টাকা দশ টাকা পড়ে থাকলে ট্রেনের ভিখারীর স্ট্যান্ডার্ড থালা চোখে ভাসে
রাখে ভগবান
কার সাধ্য মারে
সেজে মডেল ভিখারী সাজলে কি রোগ সারে?

পাথর শোনে
মাটি দেখে

কবিতা ও ভাবে ভাবায় —-

জিহ্বা কণ্ঠ থাকলেও খায় না থাকলেও খায়
যে খাবে
যে দেবে
যে পাবে
সে এমনি ই পেয়ে যায়—–
ভিখারী হওয়ার দরকার নেই—?

3 thoughts on “কবিতার দাম-

  1. ভিখারী হওয়ার দরকার নেই—? চমৎকার প্রকাশ কবি দিদি

মন্তব্য প্রধান বন্ধ আছে।