অনাদি

অনাদি

কেউ কেউ দিন আনে দিন খায়
কেউ সখের কবি
পৃষ্ঠা উল্টাতেই দিনগুলো ঝুরঝুর ঝরে
একই প্রয়োজনে ব্যাবহৃত পানির গ্লাস বা মাটির কলস
আয়তনের হেরফেরে আশাহত
শীতের অতিথিরা বিদায় নিলে শুরু হয় বিয়োগকৃত যাপন।

যে কথা কোকিলের, যে কথা বলেছেন শ্যাম
জানল সবাই দু’জনের ভাষায় মিষ্টির ছড়াছড়ি
আদম চিরকালের কবি
মিষ্টি কথার স্বপ্নবীজ বুনে দিল প্রেয়সীর গায়ে
যদি সে লিলিথ যদিবা ইভ
হরিনীর বেশে দূরাচারী বাঁকা চায়, একাকী আদম পৃথিবীবিহারে।

কেউ কেউ দিন আনে দিন খায়
কেউ সখের কবি
কারো কণ্ঠস্বর বাজায় জিতের বাঁশী
কারো বিষণ্ন হার বিমর্ষ কাঁদে
তবু বছর ঘুরে অতিথি নিয়ে শীত আসে ফিরে
তবু মেয়েগুলো ইভ কিংবা লিলিথ ফুল, ছেলেগুলো লুসিফার বা এডাম ফল।

11 thoughts on “অনাদি

  1. তবু মেয়েগুলো ইভ কিংবা লিলিথ ফুল, ছেলেগুলো লুসিফার বা এডাম ফল।

    চমৎকার প্রকাশ তুবা আপু

  2. যদি সে লিলিথ যদিবা ইভ
    হরিনীর বেশে দূরাচারী বাঁকা চায়, একাকী আদম পৃথিবীবিহারে।

     

    * অপূর্ব বাণীবিন্যাস… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. "যে কথা কোকিলের, যে কথা বলেছেন শ্যাম
    জানল সবাই দু’জনের ভাষায় মিষ্টির ছড়াছড়ি
    আদম চিরকালের কবি
    মিষ্টি কথার স্বপ্নবীজ বুনে দিল প্রেয়সীর গায়ে
    যদি সে লিলিথ যদিবা ইভ
    হরিনীর বেশে দূরাচারী বাঁকা চায়, একাকী আদম পৃথিবীবিহারে।"

    -দারুণ লেগেছে !

মন্তব্য প্রধান বন্ধ আছে।