কবি ”মানে “স্টান্ডার্ড ভিখারী”

কবি ”মানে “স্টান্ডার্ড ভিখারী”

লিখতে শেখালে বন্ধু বানালে
শান্তির “পেন” দিলে ডাইরীর “পাতা”দিলে

মন দিলে, অস্থিরতা দিলে প্রেম দিলে
কালো মেঘ বৃষ্টি ভেজা চোখ হাত মুখ সব দিলে

ছবির স্থিরতা দিলে না
কবিতার “দাম” দিলে না

বিজ্ঞাপন দেওয়ার অধিকার দিলে
“এড”পাওয়ার“ আইন”শেখালে না–?

দু কলম লিখে ই “কবি”?
প্রোফাইলে মডেল ছবি দেখিয়ে “হেল্প””?

বাঁচতে হয় আপনার জোরে–?
এমু পাখির “স্বাবলম্বী” ডানায় ভর করে?

7 thoughts on “কবি ”মানে “স্টান্ডার্ড ভিখারী”

  1. বাঁচতে হয় আপনার জোরে–?
    এমু পাখির “স্বাবলম্বী” ডানায় ভর করে?—–চমৎকার প্রকাশ  করেছেন

  2. প্রশ্ন হচ্ছে … তাহলে দিলো টা কি কবি !! :) শান্তির “পেন” আর ডাইরীর “পাতা” !! :(

  3. দারুণ লিখেছেন।

    কবি মহাদেব সাহা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, "কবিতা হল প্রাঞ্জল মিথ্যাচার"। আমি ওভাবে দেখিনা; কবিকে অসহায়ও ভাবিনা। যারা স্বপ্ন বুনে সুখ দুঃখের চাষাবাদ করতে পারে তারা অনেক ধনী ! 

  4. কবি হওয়ার দরকার নেই। লিখে যাই, এটাই সুখ। ধন্যবাদ অজস্র। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।