তোমাকে চাই

তোমাকে চাই

গাড়ি বাস ট্রাম বাঁধাধরা টাকার খেলা ছাড়িয়ে আমি তোমাকে চাই
শুকনো রুটির তাজা গন্ধে আমি তোমাকে চাই
প্রেম হারানো রুটিন ভেদাভেদের সংস্কার মুছে ফেলে আমি তোমাকে চাই

ছেঁড়া পোশাকের এক বেডকভারে আঁকড়াআঁকড়ি কামনায় আমি তোমাকে চাই
সরকারী বেদনার চাপে পা কেটে ফেললেও আমি তোমাকে চাই

তোমার অবহেলার ভালোবাসাতেও আমি তোমাকে চাই
তোমার ফেক আইডি র ভাষাতেও আমি তোমাকে চাই
তোমার আদরের অহংকারে ও আমি তোমাকে চাই—

সবশেষে
আমি শুধু তোমাকেই চাই
অন্যের বিছানায় শুয়ে আছ জেনে ও আমি তোমাকে চাই
মৃত্যুর এক মিনিট স্মৃতিতেও আমি তোমাকে চাই
বেঁচে থাকার ভালোলাগাতেও আমি তোমাকে চাই

স্নান সারা স্বচ্ছ যৌবন উত্তাপে ও তোমাকে চাই
দুঃখের গালি দেওয়া তৃপ্ত হাসিতেও আমি তোমাকে চাই

তোমাকেই শুধু স্মৃতি- ব্যাগে ভরে ঘুরি
চকোলেট মুখে পুরে রাতজাগা ভুলে
শুধু তোমাকেই চাই—–

ফিলিং কাল্পনিক।

3 thoughts on “তোমাকে চাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।