চোখের ভেতর অন্ধকার
পাখির ভোর, খুঁজছি তোকে;
সৌম্য সকাল, খুঁজছি তোকে;
রৌদ্র দুপুর, নেই তুই নেই
ক্লান্ত বিকেল, কোথায় রে তুই?
সন্ধ্যে হয়ে এলো এলো
ঝপ করে এবার নামবে আঁধার
কোথায় তুই?
ফিরে আয়;
আঁধার নামলে পৃথিবীর রাত
লক্ষ তারা, আমি একা
একলা রাত আমার একার
তুই না থাকলেই তো আমি রাত
সকাল দুপুর সন্ধ্যে বেলায়
চোখের ভেতর অন্ধকার,
কোথায় তুই?
ফিরে আয়
ফিরে আয়।
দারুণ কবিতা হে জীবন বাবু।
ধন্যবাদ রিয়া
অভিনন্দন প্রিয় নির্বাসনের মানুষ। শুভরাত্রি।
ধন্যবাদ মুরুব্বী