আগমনী
একটা নরম গ্রহ
উপরে নীচে নামছে
সাজগোজ নেই
পাগলিনী মিষ্টি সৌন্দর্য
অকৃত্রিম প্রাকৃতিক
একজন লেখকের কাজ হল যেকোনো পরিস্থিতিতে লিখে যাওয়া।
আগমনী তে কি লিখব? মাথার চারিদিকে বৃষ্টিগুলি আ্যমোনিয়া হয়ে যাচ্ছে? একজন প্রেমিক কবির ক্ষেত্রে জলজ্যান্ত প্রেমিকার কোন প্রয়োজন নেই—? শুধুমাত্র মন আর ফিলিং স আর কল্পনা থাকলেই হবে? তাহলেই সব জায়গায় তেই প্রেম টা রোমান্সে ঝরঝর হয়ো ওঠে?
সুন্দর দেয়ালপত্রিকা
ছুটোছুটি
সরলতা
সেই ছেলেবেলা—
মেয়েবেলা
মানুষের মন থেকে কখনো অন্তর্ধান ঘটে না!
অকৃত্রিম প্রাকৃতিক
একজন লেখকের কাজ হল যেকোনো পরিস্থিতিতে লিখে যাওয়া।
সুন্দর কবিতা।
দারুণ।
Sobaike valobasa